৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রস্তুতি | 41th BCS Preliminary Suggestions | 41th BCS prostuti 2020


কাজী_নজরুল_ইসলাম


[৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]

৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রস্তুতি | 41th BCS Preliminary Suggestions |  41th BCS prostuti 2020 | engr sharif dewan
৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রস্তুতি | 41th BCS Preliminary Suggestions |  41th BCS prostuti 2020 | engr sharif dewan

১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা,
চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ ,
দোলনচাঁপা
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা,
দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল।
সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে
চললেন।
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

17 তম বেসরকারি শিক্ষক নিবন্ধন এর MCQ ও লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ প্রকাশ প্রকাশের তারিখ: 26-04-2020 | 17th NTRCA MCQ Exam Date Change

৭ দিনে ফ্রিল্যান্সিং শিখুন” বা “এক মাসে ফ্রিল্যান্সিং শিখুন

মৎস্য অধিদপ্তর ৮ টি পদে মোট ৩১০ জনকে নিয়োগ | The Directorate of Fisheries will appoint a total of 310 people in 8 posts.